সিলেটে ‘কাস্তে’র প্রচারণা গাড়িতে ‘ধানের শীষ’
২৩ জানু ২০২৬, ১০:৩৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
সিলেটে সিপিবি প্রার্থী অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনের পক্ষে চলছে অভিনব প্রচারণা। মাইকিংয়ের মাধ্যমে তার প্রচারণা চলছে একটি সিএনজিচালিত অটোরিকশায়।
আবার সেই অটোরিকশার পেছনে সাটানো রয়েছে খন্দকার আব্দুল মুক্তাদিরের ছবি ও ধানের শীষ প্রতীকের দর্শনীয় পোস্টার।
শুক্রবার (২৩ জানুয়ারি) এ সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে চলছে ব্যাপক ঠাট্টা তামাশা।
বিষয়টি রাজনৈতিক সচেতন মহলে বেশ হাসির খোরাক হিসাবে এখন ব্যাপক আলোচিত।
শুক্রবার বিকালে নগরীর বারুতখানা থেকে জেল রোড প্রচারণা চলছি সিলেট-১ আসনের সিপিবি প্রার্থী অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনের কাস্তে মার্কার। মাইকে চলছিল ‘কাস্তে’ ও সুমনের গুণগান।
এমন সময় এ প্রতিবেদকের দৃষ্টি আকর্ষণ করে মিনহাজ (২৫) নামের একজন আইটি কর্মকর্তা মৃদু হেসে বলেন, দেখউকা ভাই। কাস্তের গাড়ীত ধানর শীষর কতো বড় পোস্টার!
তখন বিষয়টি নজরে পড়ে। অবশ্য ছোটো ছোটো সাদাকালো দু’একটা কাস্তের পোস্টারও ধানের শীষ আশপাশ সাটানো দেখা গেছে।
পরে এ বিষয়ে জাতীয়তাবাদী ঘরানার রাজনীতির সাথে জড়িত জুনেদ আহমদ চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি হাসতে হাসতে বলেন, ইতাতো ভালা বিষয়। ঠিকঅউতো আছে। সিএনজি ওয়ালা অইলো ধানর শীষর কর্মী বা সমর্থক। তার গাড়ী ভাড়া নিয়া অন্য প্রার্থী-এ কাম চালাইরা। খারাপ কিতা। মানুষেও বুঝবা, এখটা ফয়সার প্রচারণা, লগে ধানর শীষর মাগনা প্রচারণাও চলল। আমি খুশি।
এই সংবাদটি পড়া হয়েছে : 999 বার