স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানাধীন নাইওরপুল থেকে মামুন আহমদ (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অভিযোগ মামুন একজন প্রতারক।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মামুন শাহপরাণ থানার পীরেরবাজার এলাকার মৃত মো. মাহমুদ আলী ও বানেছা বেগমের ছেলে।
পুলিশ জানায়. মামুন ওয়ার্ক পারমিট ভিসায় বিদেশ পাঠানোর নামে তার স্মার্ট এডুকেশন অ্যান্ড ট্রাভেল এজেন্সির মাধ্যমে একজন ভুক্তভোগীর কাছ থেকে ৩২ লাখ টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ করেছেন (নং ৪২/১৯/১০/২৫)।
শুধু এই ভুক্তভোগীই নয়, আরও একাধিক ব্যক্তির কাছে এভাবে প্রতারণা করে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আছে মামুন ও তার স্ত্রীর বিরুদ্ধে। সিসিডিএমএস পর্যালোচনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা পাওয়া গেছে।
তাকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩