সিলেটে একদিনে সড়কে ঝড়লো ২ জনের প্রাণ : আহত ৫

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০১ মার্চ ২০২৫, ০২:৪৩ অপরাহ্ণ


সিলেটে একদিনে সড়কে ঝড়লো ২ জনের প্রাণ : আহত ৫

স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমায় একদিনে একদিনে ৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ গেছে ২ জনের। আহত হয়েছেন ৫ জন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে দিবাগত রাত পর্যন্ত তিনটি দুর্ঘটনা ঘটেছে। এরমধ্যে অতিরবাড়িতে ১ জন নিহত ও ৪ জন আহত, রশিদপুরে ১ জন আহত এবং কুচাইয়ে ১ জন নিহত হয়েছেন।

জানা যায়, দক্ষিণ সুরমায় বাস, পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে ইসাক আলী (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেল আরোহী ছিলেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার অতিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত ইসাক আলী সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৬নং ওয়ার্ডের হাবড়া এলাকার মৃত আব্দুল ওয়ালীদের ছেলে।

পুলিশ সূত্র জানায়, অতিরবাড়ি এলকায় সিলেটগামী একটি পিকআপ ট্রাকের সাথে বিপরিত দিক থেকে আসা দুইটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় পিকআপ ভ্যানকে পিছন থেকে আরেকটি বাস ধাক্কা দেয়। এতে ইসাক আলীসহ পাঁচজন আহত হন। তাদেরকে ওসমানী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইসাক আলীকে মৃত ঘোষণা করেন।

এদিকে, বৃহস্পতিবার রাত ৯টায় দক্ষিণ সুরমার রশিদপুরে মনু মিয়া কমপ্লেক্সের সামনে আরেকটি দুর্ঘটনা ঘটে। এসময় ট্রাকের সাথে একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্রো গ ১৯-৭১৬০) সংঘর্ষ হয়। এতে ওই প্রাইভেট কারের চালক হন। স্থানীয়রা তাকে আহত অবস্থায় ওসমানী হাসপাতালে নিয়ে যান।

অপরদিকে, বৃহস্পতিবার দিবাগত রাতে মোগলাবাজার থানার কুচাই এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। এসময় বাস ও ট্রাকের সংঘর্ষে ট্রাকের হেলপারের মৃত্যু হয়।
নিহত মো. রনি আহমেদ (২০) সিলেটের খাদিমনগরের ছালিয়া গ্রামের ফজর আলীর ছেলে।

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় রনি আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসমানী হাসপাতালের পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে নিহতের স্বজনরা হাসপাতালে এসে আবেদন জানালে আজ শুক্রবার সকালে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 986 বার