সিলেটে উদ্ধার ৩০ লাখ টাকার জমি
২৭ জানু ২০২৬, ১১:০১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ৩০ লাখ টাকা খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এই জমি দীর্ঘদিন থেকে দখল করে রেখেছিল একটা প্রভাবশালী মহল।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে অভিযান চালিয়ে জমিটুকু উদ্ধার করা হয়।জানা যায়, এই খাস জমির অবস্থান গোয়াইনঘাট উপজেলার লামার বাজার ব্রিজ এলাকায়। হাদারপারপার গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে ফয়জুর রহমান ও তার পরিবারের সদস্যরা দীর্ঘ এক মাস ধরে প্রায় ৬ শতক সরকারি খাস জমি দখল কওে রেখেছিল। তারা সেখানে মাটি ভরাট ও দোকানঘর নির্মাণের কাজও শুরু করেছিলেন।
বিষয়টি অবগত হওয়ার পর উপজেলা প্রশাসন অভিযান শুরু করে। নির্মানাধীন দোকানের রড, সিমেন্ট, ঢেউটিন, বৈদ্যুতিক মিটারসহ বিভিন্ন নির্মাণ সামগ্রীও জব্দ করা হয়।
তবে এ সময়ে সংশ্লিষ্ট কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।এ সময় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আলমগীর হোসেন, গোয়াইনঘাট থানার এএসআই নীহার, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জাকির হোসেনসহ অন্যান্যরা সার্বিক সহযোগীতা প্রদান করেন।
এই সংবাদটি পড়া হয়েছে : 994 বার