সিলেটে অস্ত্র সহ ধরা খেলো ডাকাত সর্দার

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৩ মার্চ ২০২৫, ১২:২৮ অপরাহ্ণ


সিলেটে অস্ত্র সহ ধরা খেলো ডাকাত সর্দার

শান্তিগঞ্জ প্রতিনিধি:
শান্তিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আন্ত:জেলা ডাকাতদলের সর্দার মর্তুজ আলীকে(৩৮) গ্রেফতার করা হয়েছে। রবিবার(২ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাথারিয়া ইউনিয়নের গনিগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। ডাকাত সর্দার মর্তুজ আলী শিমুলবাঁক ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের চেরাগ আলীর পুত্র।

পুলিশ সুত্রে জানা যায়, সুনামগঞ্জের পুলিশ সুপারের দিকনির্দেশনায় শান্তিগঞ্জ থানা পুলিশের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে পাথারিয়া ইউনিয়নের গনিগঞ্জ বাজার থেকে একটি দেশীয় তৈরী পাইপগান ও ৪টি কার্তুজসহ আন্ত:জেলা ডাকাতদলের সর্দার মর্তুজ আলীকে গ্রেফতার করা হয়েছে।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্রসহ আন্ত:জেলা ডাকাতদলের সর্দার মর্তুজ আলীকে গ্রেফতার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে৷

এই সংবাদটি পড়া হয়েছে : 986 বার