‘সিলেটের স্বার্থে’ সারওয়ার আলমের দ্বায়িত্বকাল বাড়ানোর দাবি প্রবাসীদের‘

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৭ ডিসে ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ণ


‘সিলেটের স্বার্থে’ সারওয়ার আলমের দ্বায়িত্বকাল বাড়ানোর দাবি প্রবাসীদের‘

স্টাফ রিপোর্টার:
সিলেটের জেলা প্রশাসক হিসেবে মো. সারওয়ার আলমের দায়িত্বকাল বাড়ানোর দাবি ওঠেছে। শনিবার সিলেটে ‘প্রবাসী সম্মাননা ২০২৫’ অনুষ্ঠানে এমন দাবি জানান এক প্রবাসী।

সম্মাননা অনুষ্ঠানে ব্যারিষ্টার আয়াস উদ্দিন নামর এক প্রবাসী নিজের বক্তব্যে বলেন, সারওয়ার আলম সিলেটের জন্য অনেক কাজ করছেন। সিলেটের স্বার্থে তার দ্বায়িত্বকাল বাড়ানো উচিত।

গত বছরের আগস্টে র‌্যাবের আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। সিলেটে যোগদানের পর থেকে বিভিন্ন উদ্যোগ ও বক্তব্যের কারণে আলোচিত হচ্ছেন এই কর্মকর্তা।

সিলেট জেলা প্রশাসনের উদ্যোগেই শনিবার সিলেটে প্রবাসীদের সম্মাননা প্রদান করা হচ্ছে। নগরের কবি নজরুল অডিটরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এতে ৬ ক্যাটাগরিতে ১০০ প্রবাসীকে সম্মাননা প্রদান করা হচ্ছে।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানিয়েছেন, দেশে ও প্রবাসে নানা ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেটের একশ জন প্রবাসীকে এই সম্মাননা দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসন আরও জানায়, গত ১৭ নভেম্বর সিলেট জেলা প্রশাসন সিলেটের রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে ছয় ক্যাটাগরিতে আবেদন আহ্বান করে। গত ৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হয়।

ক্যাটাগরির মধ্যে রয়েছে— সফল পেশাজীবী, সফল ব্যবসায়ী, সফল কমিউনিটি নেতা, সফল নারী উদ্যোক্তা, খেলাধুলায় সাফল্য অর্জনকারী এবং বাংলাদেশি পণ্য সংশ্লিষ্ট দেশে আমদানিকারক। এসব ক্যাটাগরিতে আবেদনের জন্য পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত জমা দিতে গুগল ফর্ম, ইমেইল ঠিকানা দেওয়া হয়।

সিলেট জেলা প্রশাসনের অতিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে সম্মাননার জন্য বিশ্বের ১১টি দেশে অবস্থানরত সিলেটের ছয় শতাধিক প্রবাসী আবেদন করেছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 991 বার