সিলেটের সুরমা গেইট থেকে গ্রেপ্তার সাইদুল
১৩ ডিসে ২০২৫, ০৬:০৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
সিলেটের সুরমা গেইট থেকে সাইদুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তার কাছে পাওয়া গেছে ৪৬ পিস ইয়াবা।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশ। তারা জানায় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে তাকে শাহপরাণ থানার সুরমা গেইটের বাইপাস পয়েন্ট থেকে গ্রেপ্তার করা হয়।
সাইদুল ইসলাম সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার জয়কলস ইউনিয়নের ডুংড়িয়া গ্রামের ফজলুল হক মালদারের ছেলে।
তার বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং ১২/১৩/১২/২৫) দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 992 বার