স্টাফ রিপোর্টার:
সিলেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় শুক্রবার (৯ জানুয়ারি) সভা- সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে মহানগর পুলিশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করেছেন মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুছ পিপিএম।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা উপলক্ষে নিচে উল্লেখিত পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে মিছিল-সভা-সমাবেশ, গান-বাজনা, হইচই, উচ্চস্বরে চিৎকার চেঁচামেচি, ঢাক-ঢোল বাজানো, মাইক্রোফোন, লাউড স্পিকার বা অন্য কোনো শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন ও ব্যবহার, অস্ত্র-শস্ত্র, বন্দুক, তলোয়ার বর্শা ও ছোরা বা লাঠি বহন, বিস্ফোরকদ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহার, বহিরাগত ও অননুমোদিত ব্যক্তির প্রবেশ ও জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ যেকোনো কাজ সম্পূর্ণ নিষিদ্ধ।
কেন্দ্রগুলো হচ্ছে, সিলেটের আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বøু-বার্ড হাইস্কুল অ্যান্ড কলেজ (জুনিয়র ক্যাম্পাস), বøুবার্ড হাইস্কুল অ্যান্ড কলেজ মূল ক্যাম্পাস, কিশোরীমোহন বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়, রাজা জিসি হাইস্কুল অ্যান্ড কলেজ, পাঠানটুলা জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা, মিরাবাজারের শাহজালাল জামেয়া ইসলামিয়া হাইস্কুল অ্যান্ড কলেজ, লাক্কাতুরার সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়, পূর্ব শাহী ঈদগাহের সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, কালিঘাটের সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও তাতীপাড়াস্ত দি এইডেড হাইস্কুল।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনেরও হুঁশিয়ারি জানানো হয়েছে গণবিজ্ঞপ্তিতে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩