সিলেটের বিয়ানীবাজারে বিপুল পরিমান ভারতীয় মদসহ ১ মাদক কারবারি আটক

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১৪ জানু ২০২৩, ০২:৩৫ অপরাহ্ণ


সিলেটের বিয়ানীবাজারে বিপুল পরিমান ভারতীয় মদসহ ১ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার:
সিলেটে বিপুল পরিমান ভারতীয় মদসহ ১ মাদক কারবারি আটক করেছে জেলার বিয়ানীবাজার থানা পুলিশ। সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে এ অফিসার্স চয়েজ মদসহ ১ জনকে আটক করা হয়।

জানা যায়, গতকাল শুক্রবার সকালে বিয়ানীবাজার থানার মইয়াখালি গ্রামে অভিযান করে পুলিশ। অভিযানে কালাম (৩৭) নামের একজনকে আটক করা হয়। এ সময় আটককৃত কালামের বসতঘরের পিছন থেকে ২৬০ বোতল অফিসার চয়েজ ভারতীয় মদ উদ্ধার করা হয়।

আটককৃত কালাম সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মইয়াখালীর মৃত মড়াই মিয়ার পুত্র।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, আটককৃত আসামির বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই/নিয়োজ মোর্শেদ আবির বাদী হয়ে মামলা দায়ের করেন এবং আসামীকে জেল হাজতে প্রেরন করা হইতেছে।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার