Social Bar
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডমিনেটর্সকে ৫ উইকেটে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স। এই নিয়ে টান পাঁচ ম্যাচে জয় পেলো সিলেট। সোমবার (১৬ জানুয়ারি) টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে ঢাকা ডমিনেটর্স। ১২৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় সিলেট স্ট্রাইকার্স।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় ঢাকা ডমিনেটর্স। ইনিংসের প্রথম ওভারেই স্কোরবোর্ডে রান যোগ না করেই সাজঘরে ফিরে যান সৌম্য সরকার। এরপর উসমান ঘানি ও দিলশান মুনাবিরা মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ৩২ রানে ১৭ বলে ১৭ রান করে আউট হন দিলশান মুনাবিরা। পরের বলেই ক্রিজে এসেই সাজঘরে ফিরে যান রবিন দাস।
এরপর দ্রুতই আউট হয়ে যান ওপেনার উসমান ঘানি। দলীয় ৫১ রানে ২৮ বলে ২৭ রান করে ফিরে যান তিনি। এরপর দলীয় ৭৪ রানে মোহাম্মদ মিথুন আউট হলে ক্রিজে আসেন আরিফুল হক। আরিফুলকে সঙ্গে নিয়ে ৫০ রানের জুটি গড়েন অধিনায়ক নাসির হোসেন। দলীয় ১২৪ রানে ১৬ বলে ২০ রান করে আউট হন আরিফুল।
এরপর ইনিংসের শেষ বলে ৩১ বলে ৩৯ রান করে রান আউট হন নাসির হোসেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে ঢাকা ডমিনেটর্স। সিলেট স্ট্রাইকার্সের পক্ষে ইমাদ ওয়াসিম নেন সর্বোচ্চ ৩টি উইকেট।
১২৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সিলেটকে ভালো শুরু এনে দেন দুই উদ্বোধনী ব্যাটার নাজমুল শান্ত ও মোহাম্মদ হারিস। উদ্বোধনী জুটিতে ৫২ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার। এরপর দলীয় ৫২ রানে ২০ বলে ১২ রান করে আউট হন নাজমুল শান্ত।
শান্তর বিদায়ের পর দ্রুতই দুই উইকেট হারায় সিলেট। দলীয় ৬১ রানে ৩২ বলে ৪৪ রান করে মোহাম্মদ হারিস ও ৩ বলে ১ রান করে আউট হন জাকির হাসান। এরপর ইমাদ ওয়াসিমকে নিয়ে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন মুশফিক।
তবে ৯৩ রানে ২০ বলে ১১ রান করে সাজঘরে ফিরে যান ইমাদ ওয়াসিম। এরপর দলীয় ১০৫ রানে ২৫ বলে ২৭ রান করে তাসকিনের বলে আউট হন মুশফিক। তবে থিসারা পেরারার ১১ বলের ১৬ রানের ছোট্ট ক্যামিওতে ৪ বল হাতে রেখে ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট।
এই জয়ে পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয় পেলো সিলেট। আকবর আলি ৫ বলে ১০ রানে অপরাজিত থাকেন। ঢাকা ডমিনেটর্সের পক্ষে নাসির হোসেন নেন ২টি উইকেট।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩