সিলেটের জৈন্তাপুর পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩
১৬ ফেব্রু ২০২৩, ০৪:৩৩ অপরাহ্ণ
জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলার তিন জনকে গ্রেফতার করা হয়েছে ৷
পুলিশ সূত্রে যানা যায়, ১৫ ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামীসহ ৩ জনকে গ্রেফতার করা হয় ৷
গ্রেফতারকৃতরা হল নিচপাট ইউনিয়ন পরিষদের জিআর মামলার সাজাপ্রাপ্ত আসামী কমলাবাড়ী মোকামটিলা গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে মো. আব্দুল মালিক একই ইউনিয়নের সিআর মামলার আসামী সারীঘাট গ্রামের মো. আব্দুল হকের ছেলে মো. কামাল আহমদ এবং দরবস্ত ইউনিয়নের করগ্রাম গ্রামের মৃত আব্দুল আহাদ এর ছেলে আব্দুস সালাম৷
১৬ ফেব্রুয়ারি সকাল ১১টায় আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে৷
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়৷
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার