সিলেটের জালালাবাদ থেকে উদ্ধার যুবকের লাশ

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৯ জানু ২০২৬, ০৫:৩১ অপরাহ্ণ


সিলেটের জালালাবাদ থেকে উদ্ধার যুবকের লাশ

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানা ও সদর উপজেলার জালাবাদ ইউনিয়নের একটি হাওরের ঝোপের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরের দিকে লাশটি উদ্ধার করে জালালাবাদ থানাপুলিশ।

তারা জানায়, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রস্তুত করে। এ সময় সাদা বস্তায় লাশের মুখ ঢাকা থাকলেও শরীরের পুরো শরীর ছির বিবস্ত্র।

লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন আছে কি না তাৎক্ষনিক তা জানাতে পারেনি পুলিশ। সুরতহাল প্রতিবেদন প্রস্ততের পর বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছে তারা।

এ ব্যাপারে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে জালালাবাদ থানাপুলিশ।

এই সংবাদটি পড়া হয়েছে : 989 বার