সিলেটের চালিবন্দর থেকে গ্রেপ্তার সুমেল

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৪ ডিসে ২০২৫, ০৫:০১ অপরাহ্ণ


সিলেটের চালিবন্দর থেকে গ্রেপ্তার সুমেল

স্টাফ রিপোর্টার:
সিলেটের কোতোয়ালী মডেল থানাধীন চালিবন্দরস্ত কাষ্টঘর রোডের মুখ থেকে সুমেল আহমদ (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে মহানগর পুলিশের মিডিয়া সেল। মঙ্গলবার রাত ৯টার দিকে তাকে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

সুমেল ফেঞ্চুগঞ্জের ইসলামপুর গ্রামের মৃত জমির আলী ও মনোয়ারা বেগম দম্পতির ছেলে।

তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং ৪১/২৩/১২/২৫) দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এই সংবাদটি পড়া হয়েছে : 993 বার