স্টাফ রিপোর্টার:
সিঁড়ি বেয়ে নামতে গিয়ে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। সোমবার (১১ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। পরে তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাকে পর্যবেক্ষণে রাখেন বলে জানা গেছে।
জানা গেছে, পর্যবেক্ষণে আছেন ঊর্মিলা। আরও ১২ ঘণ্টা পর বলা যাবে কখন বাসায় ফিরতে পারবেন অভিনেত্রী। করা হয়েছে সিটি স্ক্যানও। সেটার রিপোর্ট পেলে আঘাতের মাত্রা বোঝা যাবে।
অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, আমি শুনেছি খবরটি। এরপর ঊর্মিলার সঙ্গে কথা হলে তিনি জানিয়েছেন, খুব গুরুতর কিছু নয়। এরপর আবারও যোগাযোগ করেছিলাম। তার সহকারী জানায়, সে নাকি ঘুমাচ্ছে। এরপর আর কথা হয়নি।
এর আগে চলতি বছরের মার্চেও হৃদযন্ত্রের সমস্যার কারণে হাসপাতালে ছিলেন অভিনেত্রী।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩