সারাদেশে পুলিশের বিশেষ অভিয
১২ জুন ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক:
সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৮৪৮ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৩৩২ জন রয়েছে।
বুধবার (১১ জুন) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশ একযোগে অভিযান চালিয়ে ১ হাজার ১৮০ জন আসামিকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে দা, রামদা, চাকু, ছোরা এবং কাটিং প্লাস জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা ইনামুল হক সাগর।
এই সংবাদটি পড়া হয়েছে : 1.2K বার