সারজিস আলমের আয়ের তথ্যে গরমিল, সুনির্দিষ্ট তথ্য পেলে ব্যবস্থা নেবে দুদক

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৬ জানু ২০২৬, ১০:৫০ অপরাহ্ণ


সারজিস আলমের আয়ের তথ্যে গরমিল, সুনির্দিষ্ট তথ্য পেলে ব্যবস্থা নেবে দুদক

স্টাফ রিপোর্টার:

পঞ্চগড়-১ (সদর–তেঁতুলিয়া–আটোয়ারী) আসনের প্রার্থী সারজিস আলমের নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামায় আয়ের তথ্যে গরমিলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে সুনির্দিষ্ট ও বস্তুনিষ্ঠ তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেন, “পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলমের হলফনামায় সুনির্দিষ্ট তথ্য পেলে কমিশন বিষয়টি খতিয়ে দেখবে। বস্তুনিষ্ঠ অভিযোগ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে মঙ্গলবার এক প্রতিবেদনে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী সারজিস আলমের হলফনামায় প্রদর্শিত আয়ের সঙ্গে আয়কর রিটার্নের তথ্যে অসংগতি রয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, স্নাতকোত্তর ডিগ্রিধারী ২৭ বছর বয়সী সরজিস আলম হলফনামায় নিজের পেশা ‘ব্যবসা’ উল্লেখ করে বার্ষিক আয় দেখিয়েছেন ৯ লাখ টাকা। তবে ২০২৫–২৬ করবর্ষের আয়কর রিটার্নে তার আয় উল্লেখ করা হয়েছে ২৮ লাখ ৫ হাজার টাকা, যা হলফনামায় দেখানো আয়ের তুলনায় তিন গুণেরও বেশি।

আয়ের পাশাপাশি সম্পদের হিসাবেও অসংগতি থাকার অভিযোগ উঠেছে। আয়কর রিটার্নে সারজিস আলম মোট সম্পদ দেখিয়েছেন ৩৩ লাখ ৭৩ হাজার টাকা। কিন্তু হলফনামার সম্পদ বিবরণীতে এর তুলনায় অনেক কম সম্পদের তথ্য দেওয়া হয়েছে।

হলফনামা অনুযায়ী, তার অস্থাবর সম্পদের পরিমাণ ৫ লাখ ৬১ হাজার টাকা। এর মধ্যে নগদ অর্থ ৩ লাখ ১১ হাজার টাকা, ব্যাংকে জমা ১ লাখ টাকা এবং ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবের মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

স্থাবর সম্পদের তালিকায় উপহার হিসেবে পাওয়া ১৬ দশমিক ৫ শতাংশ কৃষিজমির কথা উল্লেখ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ টাকা। ২০২৫–২৬ করবর্ষে সারজিস আলম ৫২ হাজার ৫০০ টাকা আয়কর পরিশোধ করেছেন বলে নথিতে উল্লেখ রয়েছে।

নির্বাচনী ব্যয়ের বিবরণীতে তিনি উল্লেখ করেন, চারজন শুভাকাঙ্ক্ষীর (আত্মীয় নন) কাছ থেকে ১১ লাখ টাকা উপহার পাওয়ার আশা করছেন। পাশাপাশি একজন ব্যক্তির কাছ থেকে ২ লাখ টাকা ঋণ নেওয়ার কথাও জানিয়েছেন।

এ ছাড়া শ্বশুর-শাশুড়ি এবং চাচা-মামাদের কাছ থেকেও উপহার হিসেবে অর্থ পাওয়ার তথ্য দিয়েছেন তিনি। তবে ইসি ওয়েবসাইটে আপলোড করা স্ক্যান কপিতে টাকার অঙ্ক আংশিক অস্পষ্ট থাকায় সঠিক পরিমাণ স্পষ্ট নয়।

দৃশ্যমান সংখ্যার ভিত্তিতে ধারণা করা হচ্ছে, প্রত্যেকের কাছ থেকে তিনি অন্তত ১ লাখ টাকা করে পাচ্ছেন। পাশাপাশি শ্যালকের কাছ থেকে ঋণ হিসেবে অন্তত ১ লাখ টাকা নেওয়ার তথ্যও উল্লেখ রয়েছে।

দুদক জানিয়েছে, অভিযোগের পক্ষে নির্দিষ্ট তথ্য ও প্রমাণ পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার