সাবেক মন্ত্রী-এমপিসহ ৪৮৮ জনের বিরুদ্ধে মামলা

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৪ সেপ্টে ২০২৪, ১২:১৮ অপরাহ্ণ


সাবেক মন্ত্রী-এমপিসহ ৪৮৮ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার:
সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ-সদস্যসহ আওয়ামী লীগের ৪৮৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে রাজধানীতে সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদসহ ২৬, ফরিদপুর আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়াই ও সাবেক স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনসহ ১৫ ও ভাঙ্গা থানায় সাবেক সংসদ-সদস্য (এমপি) নিক্সন চৌধুরীসহ ১১০, নাটোরের সিংড়ায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৪২, টাঙ্গাইলে সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রীসহ ১২৯, খুলনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই, ময়মনসিংহের ত্রিশালে সাবেক এমপি এবিএম আনিছুজ্জাম আনিছসহ ৮১, চট্টগ্রামে সাবেক এমপি ফজলে করিমসহ ১৭ ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাবেক মন্ত্রী র আ ম উদায়দুল মোকতাদির চৌধুরী ও সাবেক তিন এমপিসহ ৬৭ জন রয়েছেন। স্টাফ রিপোর্টার, ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ঢাকা: সিন্ডিকেট করে অর্থ আত্মসাৎ ও মানব পাচারের অভিযোগে সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ এবং একই মন্ত্রণালয়ের সচিবসহ ২৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৭৭ জনের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মামলা হয়েছে। আফিয়া ওভারসিজের মালিক আলতাফ খান বাদী হয়ে সোমবার রাতে এ মামলাটি করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ২৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। মামলায় সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ ছাড়াও উল্লেখযোগ্য আসামি হলেন- সাবেক সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, সাবেক সংসদ-সদস্য (এমপি) ও এম ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, আহমেদ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ও সাবেক এমপি বেনজীর আহমেদ এবং ক্যাথারসিস ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. রুহুল আমীন (স্বপন)। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন বলেন, সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রীসহ মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ফরিদপুর ও ভাঙ্গা : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়াই ও সাবেক স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনসহ তার সহযোগীদের বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার মামলা হয়েছে। মঙ্গলবার ফরিদপুর দ্রুত বিচার আদালতে এ মামলাটি করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মো. দিলদার হোসেন সবুজ। ফরিদপুর জেলা ১নং আমলি আদালতের (দ্রুত বিচার) বিচারক নাসিম মাহমুদ মামলাটি গ্রহণ করে কোতোয়ালি থানার ওসিকে নথিভুক্ত করার নির্দেশ দেন। খন্দকার মোশাররফ হোসেন ২০২১ সালের এপ্রিল থেকে সুইজারল্যান্ডে অবস্থান করছেন। মামলায় সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মোহতেশাম হোসেন বাবর, যুবলীগের সাবেক আহ্বায়ক নাজমুল হাসান খন্দকার লেভি, ছাত্রলীগ নেতা সুপ্ত খানসহ ১৫ জনের নামোল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি নিক্সন চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেনসহ ১১০ জন ও অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করে ভাঙ্গা থানায় এজাহার দায়ের করেছেন ভাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান ওরফে তাসকিন রাজু।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন আল ইসলাম।

সিংড়া (নাটোর) : সাবেক ডাক, টেলি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে ধানের শীষ প্রতীকের এজেন্টকে মারধর ও বিএনপির পদযাত্রায় হামলার অভিযোগে সিংড়া থানায় পৃথক দুটি মামলা হয়েছে। সোমবার রাতে দুটি মামলায় পলককে প্রধান আসামি করা হয়েছে। মামলা দুটির মধ্যে উপজেলার হরিণী গ্রামের বিএনপি কর্মী শিমুল প্রামাণিক বাদী হয়ে একটি মামলা করেন। এ মামলায় উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান জাকির হোসেনসহ ২৭ আওয়ামী লীগ নেতাকর্মীর নাম উলে­খ করা হয়েছে। অপর মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেনসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে। খাজুরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।

টাঙ্গাইল : সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুসহ ১২৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন ঢাকার ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র মো. মনির হোসেন। তিনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কলমাইদ গ্রামের নুরু মলি­কের ছেলে। সোমবার টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্রুত বিচার আদালতে এ মামলা করা হয়। বিচারক মামলাটি নাগরপুর থানাকে এফআইআর হিসাবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। সাবেক প্রতিমন্ত্রী আহসানুল ইসালম টিটুর ভাই মজিবল হক পান্নাকে মামলায় ২ নম্বর আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে এ মামলায়।

খুলনা : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই, বিসিবির সাবেক পরিচালক এবং যুবলীগ নেতা শেখ সোহেলের বিরুদ্ধে হত্যার হুমকি ও চাঁদাবাজি মামলা হয়েছে। মঙ্গলবার খুলনা মুখ্য মহানগর হাকিমের আদালতে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এসআর ট্রেডার্সের মালিক শেখ শহিদুল ইসলাম এ মামলা করেন। বিচারক অভিযোগ আমলে নিয়ে সোনাডাঙ্গা থানার ওসিকে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী এসএম মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

ত্রিশাল (ময়মনসিংহ) : ত্রিশালে ছাত্র আন্দোলনে হামলা করায় সাবেক এমপি এবিএম আনিছুজ্জামান আনিছকে প্রধান আসামি করে ৮১ জনের নামে মামলা করা হয়েছে। এ মামলায় ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

চট্টগ্রাম : কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম নুরুকে অপহরণের পর হত্যার অভিযোগে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রায় ৭ বছর আগে নগরীর বাসা থেকে তুলে নির্যাতনের পর তাকে হত্যা করা হয়েছিল। তার বাড়ি চট্টগ্রামের রাউজানে। মামলার বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ওসি মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর মঙ্গলবার জানান, রোববার মামলাটি করা হয়। এতে ১৭ জনের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে। খুনের শিকার নুরুর স্ত্রী সুমি আক্তার মামলাটি করেন।

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী চট্টগ্রামের সাবেক এমপি মজিবুল বশর মাইজ ভান্ডারী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক এমপি ও জাতীয় পার্টি নেতা জিয়াউল হক মৃধা, সাবেক এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদসহ ৬৭ জনের নাম উল্লেখ করে সরাইল থানায় হত্যা মামলা করা হয়েছে। মঙ্গলবার মাওলানা সুলতান উদ্দিন বাদী হয়ে সরাইল থানায় ওই হত্যা মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 991 বার