আন্তর্জাতিক ডেস্ক:
‘আমরা যখন স্কুলে ছিলাম আমরা পড়েছি যে আকবর মহান ছিলেন। আমিও সেরকমই পড়েছি। তবে আমি শুনেছি তিনি মীনা বাজারে যেতেন। সেখানে নারীদের ও ছোট মেয়েদের তুলে নিতেন আর জোরপূর্বক করতেন ধর্ষণ।’
বিজেপি নেতা ও রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ারের এমন মন্তব্যে এবার নতুন করে দেশটিতে শুরু হয়েছে বিতর্কের ঝড়। এই বিতর্কিত মন্তব্যের জেরে বারবার খবরের শিরোনাম হচ্ছেন রাজস্থানের এই মন্ত্রী। এছাড়াও মুঘল সম্রাটকে তিনি স্বৈরাচারী বলেও আখ্যা দিয়েছেন।
মদন দিলাওয়ার বলেন, ‘একজন ধর্ষক কীভাবে মহান রাজা হতে পারেন? ভারতে আকবরের নাম নেওয়াও পাপ।’ এখানেই শেষ নয়, মদন দিলাওয়ারের দাবি, ‘আকবর অনুপ্রবেশকারী ছিলেন, তার সঙ্গে ভারতের কোনো যোগ নেই।’
শুধু তাই নয়, বেশ কদিন ধরেই খবরের শিরোনাম হচ্ছেন রাজস্থানের এই শিক্ষামন্ত্রী। রাজস্থানের কোটায় দুই শিক্ষককে বরখাস্ত করাকে ঘিরে ব্যাপক আলোচনা হচ্ছে। তাদের বিরুদ্ধে ধর্মান্তরিতকরণ ও লাভ জিহাদের অভিযোগ রয়েছে। গোটা ঘটনার সূত্রপাত এক হিন্দু মেয়ের নাম বদল করে মুসলিম নাম রাখা নিয়ে।
তারপরই স্কুল থেকে দুই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে আর আরেকজনের বিরুদ্ধে চলছে তদন্ত। বিজেপির এই নেতা বলছেন, ধর্মান্তরিতকরণ নিয়ে ওই স্কুলে কোনো ষড়যন্ত্র চলছিল বলে তার কাছে তথ্য আসে। তারপরই এই পদক্ষেপ।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩