সময়সূচি পরিবর্তন, ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা শুরু ২৩ জানুয়ারি

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৯ জানু ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ণ


সময়সূচি পরিবর্তন, ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা শুরু ২৩ জানুয়ারি

স্টাফ রিপোর্টার:
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন-পিএসসি। আগামী ২৩ জানুয়ারি সারা দেশে একযোগে এই পরীক্ষা গ্রহণ কার্যক্রম শুরু হবে। এর আগে পরীক্ষা গ্রহণের সময়সূচি নির্ধারণ করা হয়েছিল গত বছর ২৭ নভেম্বর।

গতকাল মঙ্গলবার পিএসসির এক বিজ্ঞপ্তিতে ৪৫তম বিসিএস পরীক্ষা ২০২২-এর লিখিত পরীক্ষার পুনর্নির্ধারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের আটটি বিভাগে পরীক্ষার কেন্দ্র থাকবে। ২৩ জানুয়ারি থেকে শুরু হয়ে পরীক্ষা কার্যক্রম চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। নির্ধারিত দিনগুলোতে সকাল ১০টা থেকে পরীক্ষা কার্যক্রম শুরু হবে। বিষয়ভিত্তিক পরীক্ষার জন্য ৫০ থেকে ২০০ নম্বরের ওপর ১ থেকে ৪ ঘণ্টাব্যাপী পরীক্ষা গ্রহণ কার্যক্রম চলবে।

এর আগে গত বছর ১৯ মে এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরে ৬ জুন প্রকাশিত ফলাফলে ১২ হাজার ৭৮৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এই বিসিএস থেকে ক্যাডার ও নন-ক্যাডার পদে তিন হাজার ৩৩১ জনকে নিয়োগের সুপারিশ করা হবে। এর মধ্যে ক্যাডারে শূন্য পদের সংখ্যা দুই হাজার ৩০৯টি।
৯ম থেকে ১২তম গ্রেডের নন-ক্যাডারে শূন্য পদের সংখ্যা এক হাজার ২২টি।

এই সংবাদটি পড়া হয়েছে : 987 বার