সমন্বয়ক পরিচয়ে এসিল্যান্ডের উপর হামলার চেষ্টা, যুবক গ্রেফতার
১২ ফেব্রু ২০২৫, ০৬:২৮ অপরাহ্ণ


হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় উচ্ছেদ অভিযান চালাকালে সমন্বয়ক পরিচয় দিয়ে এসিল্যান্ডের উপর হামলার চেষ্টার ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ফরহাদ ইবনে রুমি (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রুমি উপজেলার উবাহাটা এলাকার দিদার হোসেনের ছেলে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোরে শাহজিবাজার সেনা ক্যাম্পের ক্যাপ্টেন আরাফি তাজোয়ার আমিন ১৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল রুমির নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
জানা যায়, (১১ ফেব্রুয়ারি) মঙ্গলবার উপজেলার নতুন ব্রীজ এলাকায় আদালতের আদেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব। এসময় ফরহাদ ওরফে রুমি সহকারী কমিশনারের সাথে অশুভ আচরণ করে। একপর্যায়ে সে লাঠি দিয়ে হামলার চেষ্টা করে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনার জন্মদেয়। পরে তাকে গ্রেপ্তার করে চুনারুঘাট থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।
পুলিশ জানায়- দীর্ঘ দিন ধরে ফরহাদ ওরফে রুমিসহ তাদের লোকজন উবাহাটা মৌজার খাস খতিয়ানে আনুমানিক ২০ ফুট রাস্তা দখল করে দোকান ঘর নির্মাণ করে। তফসিলি ভূমি উবাহাটা মৌজার এস, এ দাগ নং-১৫১৫, হালে ১৫৮৮ ইহাতে ১২শতক ভূমির মালিক মোঃ বাবু মিয়ার ভূমির সম্মুখ ভাগে দখলকৃত ২০ ফুট রাস্তা। যার বিরুদ্ধে উল্লেখিত ১২ শতক ভূমির মালিক মৃত আব্দুল কাদিরের পুত্র একই এলাকার মোঃ বাবু মিয়া। ২০২৩ সালের ৬ ডিসেম্বর বাবু মিয়া ফরহাদ ওরফে রুমি গংদের বিরুদ্ধে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলায় দায়ের করেন। যার প্রেক্ষিতে সম্প্রতি অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালত-১ম পক্ষ মোঃ বাবু মিয়ার পক্ষে আদেশ প্রদান করেন। ওই আদেশের পর সহকারী কমিশনার ভূমি উচ্ছেদ করতে গেলে রুমি বাধা দেয়।
এ বিষয়ে মোঃ বাবু মিয়া জানান, রুমিসহ তার লোকজন এলাকার প্রভাবশালী। তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না। তারা দীর্ঘদিন যাবত আমার জায়গাসহ রাস্তা অবৈধভাবে দখল করে রেখেছিল। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেখানে উচ্ছেদ অভিযানে গেলে তাদের উপরও চড়াও হয় সে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের আদেশে উক্ত স্থাপনায় উচ্ছেদ অভিযানে গেলে ফরহাদ সরকারি কাজে বাধা দিয়ে হামলার চেষ্টা করে। তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এদিকে, স্থানীয় এলাকাবাসি জানান- রুমি এতদিন যুবলীগের পরিচয় দিলেও ৫ আগস্টের পর থেকে নিজেকে সমন্বয়ক বলে দাবি করছে। সমন্বয়ক দাবি করে সে এলাকায় নানা অপকর্মের সাথে জড়িয়ে পড়েছে।
এ বিষয়ে চুনারুঘাট থানার (ওসি) নুর আলম জানান, সেনাবাহিনী হস্তান্তর করার পর বাবুল মিয়ার দায়েরকৃত মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে : 996 বার