সচিবালয়ে লাঠিপেটার পর জিপিও মোড়ে পুলিশ–শিক্ষার্থী সংঘর্ষ

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২২ জুলা ২০২৫, ০৭:২৪ অপরাহ্ণ


সচিবালয়ে লাঠিপেটার পর জিপিও মোড়ে পুলিশ–শিক্ষার্থী সংঘর্ষ

স্টাফ রিপোর্টার:
লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে সচিবালয় থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে সচিবালয় সংলগ্ন জিপিও মোড়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সচিবালয়ের ১ নম্বর ফটকের সামনে শিক্ষার্থীদের অবস্থান থেকে শুরু হয় উত্তেজনা। বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। পাল্টা প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষে অন্তত ৭৫ জন শিক্ষার্থী আহত হন, যাদের অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিতে হয়েছে।

একপর্যায়ে শিক্ষার্থীরা পিছু হটে পুরানা পল্টন ও বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের দিকে সরে যান। সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীদের একটি দলকে স্টেডিয়াম এলাকায় অবস্থান নিতে দেখা গেছে।

আন্দোলনকারীরা জানান, গভীর রাতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মানবিক অবস্থান নেয়নি শিক্ষা মন্ত্রণালয়। এতে ক্ষুব্ধ হয়ে তারা সচিবালয়ে বিক্ষোভে নামেন এবং শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করেন।

শাহবাগ থানার ওসি খালেদ মনসুর বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং যান চলাচল শুরু হয়েছে। তবে সংঘর্ষের সময় পুলিশের হাতে একজন শিক্ষার্থী আটক হয়েছেন।

আহত শিক্ষার্থীদের মধ্যে মো. হাসান, তানভীর, সাকিব, রিফাত, সামিরা, ইমন, মাহি, শাহেদসহ অনেকের নাম পাওয়া গেছে। তাদের বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে।

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন শিক্ষার্থী মেহবুব ইমন বলেন, ‘আমরা কেউ রাজনৈতিকভাবে এখানে আসিনি। সহপাঠীদের মৃত্যুতে শোকাহত হয়ে ও অমানবিক ব্যবস্থাপনার প্রতিবাদে এসেছি। অথচ আমাদের ওপর হামলা হলো।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার