সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য আ.লীগের মনোনয়ন পেলেন যারা
১৪ ফেব্রু ২০২৪, ০৭:০১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
দেড় হাজারের বেশি মনোনয়নপত্রের মধ্যে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ৪৮ জনের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। আজ বুধবার সন্ধ্যায় গণভবন থেকে এ নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তাঁর সঙ্গে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘১৫৫৩ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংরক্ষিত আসনের জন্য ৪৮টি বেছে নিতে হয়েছে। সভাপতি শেখ হাসিনার অনুমতিক্রমে সর্বসম্মতিক্রমে ৪৮টি আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নির্বাচন করা হয়েছে।’
যারা মনোনয়ন পেলেন—
রেজিয়া ইসলাম (পঞ্চগড়)
দ্রৌপদী দেবি আগরওয়াল (ঠাকুরগাঁও)
আশিকা সুলতানা (নীলফামারী)
রোকেয়া সুলতানা (জয়পুরহাট)
আওয়ামী লীগের স্বাস্থ্য সম্পাদক কোহেলী কুদ্দুস মুক্তি (নাটোর)
জারা জেবিন মাহবুব (চাঁপাইনবাবগঞ্জ)
রুনু রেজা (খুলনা)
ফরিদা আক্তার বানু (বাগেরহাট)
ফারজানা সুমি (বরগুনা)
খালেদা বাহার বিউটি (ভোলা)
নাজনীন নাহার রোশা (পটুয়াখালী)
ফরিদা ইয়াসমিন (নরসিংদী)
উম্মে ফারজানা সাত্তার (ময়মনসিংহ)
নাদিরা বিনতে আমির (নেত্রকোনা)
মাহফুজা সুলতানা মলি (জয়পুরহাট)
পারভীন জামান কল্পনা (ঝিনাইদহ)
আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আরমা দত্ত (কুমিল্লা)
লায়লা পারভীন (সাতক্ষীরা)
সদ্যসাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান (খুলনা)
বেদৌড়া আহমেদ সালাম (গোপালগঞ্জ)
শবনম জাহান (ঢাকা)
পারুল আক্তার (ঢাকা)
সাবেরা বেগম (ঢাকা)
শাম্মী আহমেদ (বরিশাল)
আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক নাহিদ ইজহার খান (ঢাকা)
ঝর্ণা আহসান (ফরিদপুর)
ফজিলাতুন নেছা (মুন্সীগঞ্জ)
সদ্য সাবেক মহিলা ও শিশু প্রতিমন্ত্রী সাহেদা তারেক দিপ্তী (ঢাকা)
অনিমা মুক্তি গোমেজ (ঢাকা)
শেখ আনার কলি পুতুল (ঢাকা)
মাসুদা সিদ্দিক রোজি (নরসিংদী)
তারানা হালিম (টাঙ্গাইল)
আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শামসুন নাহার (টাঙ্গাইল)
আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক মেহের আফরোজ চুমকি (গাজীপুর)
অপরাজিতা হক (টাঙ্গাইল)
হাসিনা বারী চৌধুরী (ঢাকা)
নাজমা আক্তার (গোপালগঞ্জ)
রুমা চক্রবর্তী (সিলেট)
ফরিদুন্নাহার লাইলী (লক্ষ্মীপুর)
আওয়ামী লীগের কৃষি সম্পাদক আশরাফুন নেছা (লক্ষ্মীপুর)
কানন আরা বেগম (নোয়াখালী)
শামীমা হারুন লুবনা (চট্টগ্রাম)
ফরিদা খানম (নোয়াখালী)
দিলারা ইউসুফ (চট্টগ্রাম)
ওয়াসিকা আয়শা খান (চট্টগ্রাম)
আওয়ামী লীগের অর্থ সম্পাদক ডরথি তঞ্চঙ্গ্যা (রাঙামাটি)
সানজিদা খানম (ঢাকা)
আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য নাছিমা জামান ববি (রংপুর)
১৪ দলীয় জোটের শরিকদের মধ্য থেকে একমাত্র মনোনীত প্রার্থী গণতন্ত্রী পার্টির কানন আরা বেগম।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার