Social Bar
স্টাফ রিপোর্টার:
গণতন্ত্র এখনো অনিশ্চয়তার মধ্যে আছে এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর একের পর এক হুমকি আসছে— এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার মতে, এই পরিস্থিতিতে দেশ ও জাতির জন্য প্রেরণার উৎস হিসেবে খালেদা জিয়াকে আরও দীর্ঘদিন পাশে পাওয়া প্রয়োজন, যা গণতন্ত্রকে শক্ত ভিত্তি দিতে সহায়ক হবে।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে বক্তব্য দেন রিজভী।
তিনি বলেন, খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, বরং ‘সারা জাতির অভিভাবক’। এ কারণেই আজ এভারকেয়ার হাসপাতালে মানুষের ঢল দেখা গেছে। দেশের স্বার্থে খালেদা জিয়ার সুস্থতা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন তিনি।
রিজভী আরও বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় আপসহীন থাকার কারণে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্রও খালেদা জিয়াকে দুর্বল করতে পারেনি। দেশের সর্বস্তরের মানুষ তার সুস্থতা কামনায় যেভাবে দোয়া করছেন, তা নজিরবিহীন বলে উল্লেখ করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩