Social Bar
শাবিপ্রবি প্রতিনিধি:
দীর্ঘদিন শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অতিরিক্ত সেমিস্টার ও ক্রেডিট ফি কমিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) বর্তমান প্রশাসন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।
জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গত ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জরুরি অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে সেমিস্টার ও ক্রেডিট ফি কমানো হয়েছে। চলমান সেমিস্টার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
অ্যাকাডেমিক কাউন্সিল এর সিদ্ধান্ত মোতাবেক ২০২১—২০২২ শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ল্যাব ফি কমানো হয়েছে প্রতি ক্রেডিটে ১৫ টাকা। পূর্বে প্রতি ক্রেডিট ছিল ১৭৫ টাকা। বর্তমানে ১৬০ টাকা করা হয়েছে। ক্রেডিট ফি'র পাশাপাশি সেমিস্টার ফিও ৫০০ টাকা কমানো হয়েছে।
২০২২—২০২৩ এবং ২০২৩—২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে তত্ত্বীয় প্রতি ক্রেডিট ২০টাকা ও ল্যাব প্রতি ক্রেডিট ৪০টাকা কমানো হয়েছে। পূর্বে তত্ত্বীয় প্রতি ক্রেডিট ছিল ১৪০ টাকা যা বর্তমানে ১২০ টাকা। পূর্বে ল্যাব প্রতি ক্রেডিট ছিল ২০০টাকা যা বর্তমানের ১৬০টাকা করা হয়েছে। এবং উভয় শিক্ষাবর্ষের সেমিস্টার ফি পূর্বের ফি থেকে ৫০০ টাকা কমানো হয়েছে।
উল্লেখ্য, ইতোমধ্যে যে সকল শিক্ষার্থী ফি জমা দিয়েছেন, রশিদ জমা সাপেক্ষে তাদের জমাকৃত ফি পরবর্তী সেমিস্টারে সমন্বয় করা হবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩