Social Bar
স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ খেলার মাঠে প্রকাশ্যে জুয়া খেলার দায়ে ৬ জন জুয়াড়িকে গ্রেফতার করে আম্বরখানা ফাঁড়ি পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রংপুর কোতোয়ালী চানপুটি সরকারপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে মোঃ নাজমুল হোসেন (২২), চাদপুর জেলার চাদপুর থানার কামুড়া এলাকার আবুল কালামের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন (২৪), সুনামগঞ্জ জেলার দিরাই থানার ভাটিপাড়া এলাকার মৃত বাদল মিয়ার ছেলে মো. সিরাজ মিয়া (২৫), কুমিল্লা জেলার মুরাদনগর থানার জয়নগর এলাকার সামছুল হকের ছেলে ওলি উল্লাহ (২৭), ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া থানার রাধানগর এলাকার কাউছার মিয়ার ছেলে ব্বি আহমদ (২৬) ও সিলেটের কোতোয়ালী থানার শেখ ঘাট এলাকার সুমিন আহমদের ছেলে ইয়াসিন আলী রিফাত (২৫)।
সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানার ননএফআইআর নং-১২১, তাং-১৫/০৯/২০২৫খ্রিঃ, ধারা-এসএমপি এ্যাক্ট ৯৫ মোতাবেক আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩