শাহপরাণে যুবকের মরদেহ উদ্ধার

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১১ ডিসে ২০২৩, ১২:১৭ অপরাহ্ণ


শাহপরাণে যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:
সিলেটের শাহপরাণ থানাধীন চকগ্রাম থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ডিসেম্বর) সকালের দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান শাহপরাণ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।

মৃত মো. কবির মিয়া (৪৫) জকিগঞ্জ থানার পিলাকান্দী এলাকার পিতা মৃত কোরমান আলীর ছেলে। তিনি শাহপরাণের চকগ্রামের সোহেল মিয়ার বড়িতে ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ‘ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তি করে আমরা তদন্ত করে দেখবো।’

স্থানীয়রা জানান, ভোর রাতে বাসার পাশের পরিত্যক্ত বাউন্ডারির রডের মধ্যে ট্রাউজার দিয়ে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেন কবির। তার স্ত্রী এক বছর আগে তাকে রেখে বাড়ি চলে যায়; ওই সময় থেকে তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন। আশেপাশের লোকজনের কাছ থেকে প্রায় সময় মাফ করে দেওয়ার জন্য বলে বলে বিদায় নিতেন বলে স্থানীয়দের ভাষ্য।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার