স্টাফ রিপোর্টার:
সিলেটের শাহপরাণে একটি বাসা থেকে শিশু গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানাপুলিশ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শাহপরাণ থানাধীন সোনারপাড়া এলাকার নবারুন ১০৮ নং বাসার জানালার গ্রিলে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেহটি উদ্ধার করা হয়।
নিহত শিশুর নাম সীমা বেগম (১২)। সে কানাইঘাটের আবুল কালামের মেয়ে। সীমা অনেক দিন ধরে মইনুর রহমানের বাসায় (নবারুন ১০৮) কাজ করতো।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসাইন। তিনি বলেন- প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। আত্মহত্যা হলে কী কারণে করেছে সেটি খোঁজ নেওয়া হবে। এছাড়া সীমার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকলে সেটিও তদন্ত করা হবে। লাশের ময়না তদন্ত করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩