Social Bar
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় মাদকাসক্ত ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নুর হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার থাইংখালীর বাদশার মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুর হোসেন উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী ঘোনারপাড়ার ফরিদুল আলমের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, মাদকাসক্ত ছৈয়দ হোছন (১৭) মোবাইল ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। সবর্শেষ স্থানীয় এক যুবকের গলায় ছুরি ধরে মোবাইল ছিনতাই করে সে। বিষয়টি জানাজানি হলে তাকে থাপ্পড় মারে তার বড় ভাই নুর হোসেন। ছিনতাই ও মাদক সেবন নিয়ে ভাইদের মধ্যে গণ্ডগোল হয়। মোবাইল ছিনতাই নিয়ে ছোট ভাইকে শাসন করলে একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বড় ভাইকে ছুরিকাঘাত করে ছোট ভাই। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হত্যায় অভিযুক্ত ছোট ভাই ছৈয়দ হোছনকে আটকের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩