চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাস ও পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের আরও ১৪ যাত্রী। রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার উত্তর হারবাং গয়ালমারা স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ফাজিল হাট এলাকার নোমান রশিদের স্ত্রী আইরিন নিগার (৩৫) ও তার ৬ মাসের শিশু মো. আরহাম।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কক্সবাজারে একটি এনজিও সংস্থায় চাকরি করতেন আইরিন। রোববার রাতে তার শাশুড়ির মৃত্যুর খবর পেয়ে শ্বশুরবাড়ি আনোয়ারায় যাচ্ছিলেন তিনি। এসময় ৬ মাসের শিশু আরহাম মায়ের সঙ্গেই ছিল। যাওয়ার পথে তাদের বহনকারী বাসটি উত্তর হারবাং গয়ালমারা স্টেশন এলাকায় পৌঁছালে একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই প্রাণ হারান আইরিন নিগার। আহত হয় আইরিনের ৬ মাসের শিশু আরহামসহ ১৫ জন। পরে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। সেখানে আরহাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ মো. আরিফুল আমিন বলেন, আইরিন নিগার কক্সবাজারের একটি এনজিও সংস্থায় কর্মরত ছিলেন। শাশুড়ির মৃত্যুর খবর পেয়ে আনোয়ারায় যাচ্ছিলেন তিনি। পথে মহাসড়কের চকরিয়া হারবার গয়ালমারা এলাকায় বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আইরিন প্রাণ হারান। পরে হাপাতালে তার শিশুটিও মারা যায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩