শাবি শিক্ষার্থী রুদ্র’র পরিবারকে ৩ লাখ টাকার চেক প্রদান
১৩ অক্টো ২০২৪, ০১:১৬ অপরাহ্ণ
শাবি প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের ধাওয়া খেয়ে পানিতে ডুবে মারা যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রুদ্র সেনের পরিবারকে দুর্গাপূজা উপলক্ষে পোশাক এবং তিন লাখ টাকার চেক দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার দিনাজপুরে রুদ্র সেনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন এ তিন লাখ টাকার চেক ও পোশাক প্রদান করেন।
রুদ্র সেনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ারউদ্দিন চৌধুরী রুদ্র সেনের স্মৃতি রক্ষার্থে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী কোনো কিছু করার আশ্বাস দেন এবং পরিবারের সদস্যদের ক্যাম্পাসে আসার আহ্বান জানান।
রুদ্র সেন দিনাজপুর সদর উপজেলার সুবীর সেন ও শিখা বণিক দম্পতির ছেলে। বড় বোন সুস্মিতা সেন হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে শাবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ হয় ১৮ জুলাই। এদিন পুলিশের ধাওয়া খেয়ে কয়েকজন বন্ধুর সঙ্গে খাল পার হতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারান তিনি।
এই সংবাদটি পড়া হয়েছে : 986 বার