শাবিতে মানববন্ধন : ৪৮ ঘণ্টার মধ্যেই ধর্ষণে অভিযুক্তদের বিচারের দাবি

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৫ ফেব্রু ২০২৫, ০৬:১২ অপরাহ্ণ


শাবিতে মানববন্ধন : ৪৮ ঘণ্টার মধ্যেই ধর্ষণে অভিযুক্তদের বিচারের দাবি

শাবি প্রতিনিধি:
দেশব্যাপী অরাজকতা, ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে মানববন্ধন করেন ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বিগত সময়ে দেখেছি, পতিত ফ্যাসিস্ট সরকারের সময় ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল ছাত্রলীগের সন্ত্রাসীরা। এখন সেই সন্ত্রাসীরা প্রকাশ্যে নেই। তবুও সারা দেশে ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের ঘটনা প্রতিদিন দেখতে পাচ্ছি। গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এটা কোনোভাবেই কাম্য নয়।

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে হুঁশিয়ারি দিয়ে শিক্ষার্থীরা বলেন, যদি স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তাহলে সসম্মানে দায়িত্ব ছেড়ে দেন। এ সময় বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিদের ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবি জানান তারা। একই সঙ্গে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জায়েদা শারমিন বলেন, ‘দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের অরাজকতা, ধর্ষণ ও লুটপাটের খবর আমরা দেখছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত এসব কার্যকলাপ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এভাবে চলতে থাকলে দেশের পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে।’
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি রাতে দেশব্যাপী নারীর ওপর সহিংসতা ও নারীদের নিরাপত্তার দাবিতে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার