শান্তিগঞ্জে সিএনজি চোর চক্রের মূলহোতা বকুল গ্রেফতার

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০১ জুন ২০২৫, ০১:২১ অপরাহ্ণ


শান্তিগঞ্জে সিএনজি চোর চক্রের মূলহোতা বকুল গ্রেফতার

শান্তিগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে সিএনজি চোর চক্রের মূলহোতা বকুলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩১ মে) রাত ৮ টায় শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলীর দিক নির্দেশনায় এস আই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ পাগলা বাজার বাসষ্টেন্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে সিএনজি চুরি করতে গিয়ে এই চক্রের আরেক সদস্য নিজাম উদ্দিন জনতার হাতে ধরা পড়ে গোবিন্দগঞ্জ এলাকায় পরে থানা পুলিশে সোপর্দ করলে সিএনজি চুরির মুলহোতা বকুল বলে স্বীকারোক্তি দেয় নিজাম উদ্দিন। তার স্বীকারোক্তির ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বকুলকে গ্রফতার করে শান্তিগঞ্জ থানা পুলিশ।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার