শমসের মুবিনকে শোকজ

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৪ জানু ২০২৪, ০৩:১১ অপরাহ্ণ


শমসের মুবিনকে শোকজ

স্টাফ রিপোর্টার:
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে সিলেট-৬ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী শমসের মুবিন চৌধুরীকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

আগামীকাল শুক্রবার (৫ জানুয়ারি) বিকেল ৪টার মধ্যে অনুসন্ধান কমিটির কার্যালয়ে লিখিতভাবে প্রার্থী নিজে বা তার প্রতিনিধি মাধ্যমে শোকজের জবাব পাঠাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সিলেট-৬ আসনে জন্য গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান আল আসাদ মো. মাহমুদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, গত মঙ্গলবার (২ জানুয়ারি) গোলাপগঞ্জ থানার বাদেশ্বর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শিতেশ্বর গ্রামে ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিলে উপস্থিত থেকে প্রকাশ্যে চাঁদা বা অনুদান প্রদান করেছেন শমসের মুবিন। এমন অভিযোগ অনুসন্ধান কমিটির কাছে এসেছে।

আরও বলা হয়েছে, অভিযোগকারী অনুসন্ধান কমিটির কাছে ওই অনুষ্ঠানের ফেইসবুক লাইভে প্রচারিত ভিডিও ডিজিটাল প্রমাণ হিসেবে উপস্থাপন করেছে। শমসের মুবিনের এমন কাজ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরন বিধিমালা, ২০০৮ এর ৩ নং বিধানের সুষ্পষ্ট লংঘন হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে আরও বলা হয়েছে, এমতাবস্থা্য় শমসের মুবিনের বিরুদ্ধে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮” এর ৩ নং বিধি লঙ্ঘনের দায়ে নির্বাচন কমিশন কর্তৃক ব্যবস্থা গ্রহণ করার জন্য ‘কেন সুপারিশ করা হইবেনা’ তার জবাব চাওয়া হয়েছে।

উল্লেখ্য, শমসের মুবিন চৌধুরী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে সোনালী আঁশ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার