স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরের লালবাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে শামসুল আলম (৫০) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বন্দরবাজারের লালবাজারে অবস্থিত হোটেল বাগদাদের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার কোতোয়ালী মডেল থানা পুলিশ।
মারা যাওয়া শামসুল আলম ঢাকা মিরপুর ১২ এর আব্দুল বারেকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি ব্যবসায়িক কারণে ঢাকা থেকে সিলেটের এই হোটেলে উঠেন তিনি। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কক্ষ থেকে কোন সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেন হোটেল কর্তৃপক্ষ। খবর পেয়ে কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শামসুল হাবিব লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক জানান, ভিতর থেকে দরজার লাগানো অবস্থায় পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে তার মৃতদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের করে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩