Social Bar
স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরের লালদীঘির পাড়ে হকার্স মার্কেটে বসার জায়গা নিয়ে হকারদের দুই গ্রুপের উত্তেজনা দেখা দেয়। এ সময় দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। দুই পক্ষের লোকজন লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়ে। এত সাধারণ ক্রেতাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশের উপস্থিতিতে ঘটনা নিয়ন্ত্রণে আসে।
রবিবার (৯ জুন) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
সিলেট মহানগর হকার ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. খোনন ইসলাম জানান, মহানগরের লালদীঘির পাড়ের সামনের কিছু দোকান ভিআইপি উল্লেখ করে সেই দোকানগুলো খালি রাখেন সংগঠনটির সভাপতি রকিব আলী। পরে সেখানে মাছ ও সবজির দোকান বরাদ্দ দেওয়া হয়। বিষয়টি হকারদের এক অংশ বাধা দেওয়া হকার ঐক্য কল্যাণ পরিষদের সহ সভাপতি আতিয়ার রহমানের সাথে সভাপতি রকিব আলীর ভাগিনা সুমন ও রুমন হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
এ সময় দুই পক্ষের লোকজন লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়ে। এত সাধারণ ক্রেতাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশের উপস্থিতিতে ঘটনা নিয়ন্ত্রণে আসে।
সিলেট কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন শিপন সিপন জানান, হকারদের দুই গ্রুপের উত্তেজনার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩