র‌্যাবের উপস্থিতি দেখে পালাচ্ছিলেন রব্বানী, অতঃপর…

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৮ জানু ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ণ


র‌্যাবের উপস্থিতি দেখে পালাচ্ছিলেন রব্বানী, অতঃপর…

স্টাফ রিপোর্টার:
র‌্যাব-৯ সদস্যদের উপস্থিত হতে দেখে পালাচ্ছিলেন রব্বানী আহমদ (৩০)। তবে শেষ পর্যন্ত সফল হতে পারেন নি। ধরা পড়েছেন র‌্যাবের কব্জায়।

বুধবার (২৮ জানুয়ারি) বিষযটি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায় মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জের মাধবপুর থানার জগদীশপুর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল।

রব্বানী সিলেটের জৈন্তাপুর থানার হেমু বেলুপাড়া গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে। পরে তার হেফাজত থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধারের পর জব্দ করা হয়েছে।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে রব্বানী স্বীকার করেছেন যে, বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে তিনি দেশে বিভিন্ন স্থানে বিক্রির সঙ্গে জড়িত।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রব্বানীকে মাধবপুর থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

এই সংবাদটি পড়া হয়েছে : 994 বার