রোহিঙ্গার পেটে এক্স-রে, মিলল ১২০০ ইয়াবা !
১৯ অক্টো ২০২৩, ০৪:৩৭ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
নোয়াখালীতে পেটের ভেতর লুকিয়ে ইয়াবা আনা দুই রোহিঙ্গাসহ গ্রেপ্তার চার মাদক ব্যবসায়ী।নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় কক্সবাজার থেকে আসা দুই রোহিঙ্গা পেটে বহন করছিলেন ইয়াবা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে করার পর চিকিৎসকেরা তাঁদের পেটে ইয়াবা থাকার বিষয়ে নিশ্চিত হন। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করিয়ে তাঁদের পেট থেকে ১ হাজার ২০০টি ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে এসব ইয়াবা উদ্ধার করে পুলিশ।
এর আগে গতকাল বিকেলে ওই দুই রোহিঙ্গা মো. জাহিদুল ইসলাম (২৯) ও মো. রফিককে (৪০) উপজেলার রসুলপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় স্থানীয় দুই নারীকেও ৩ হাজার ৩০০টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন কামরুন্নাহার (২৫) ও বিবি আয়েশা (২৩)। গ্রেপ্তার দুই রোহিঙ্গা পুলিশের কাছে স্বীকার করেন, তাঁরা বিশেষ কায়দায় পেটের ভেতর লুকিয়ে ইয়াবা নিয়ে এসেছেন বেগমগঞ্জের মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রির জন্য।
জানতে চাইলে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, স্থানীয় মাদক কারবারি একটি চক্র কক্সবাজার থেকে রোহিঙ্গাদের মাধ্যমে ইয়াবার চালান আনায়। দীর্ঘদিন ধরে তারা বেগমগঞ্জে এভাবে মাদক বিক্রি করছিল।
এবার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দুই রোহিঙ্গাসহ চক্রটির দুই নারীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 983 বার