Social Bar
স্টাফ রিপোর্টার:
মিয়ানমার থেকে উচ্ছেদ হওয়া রোহিঙ্গা শরণার্থীদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে সমর্থন জোরদার করার জন্য ইসলামিক দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো–অপারেশনকে (ওআইসি) অনুরোধ করেছে বাংলাদেশ।
জাতীয় সংসদের তিন সদস্যের একটি দল শুক্রবার আলজেরিয়ায় ওআইসি সদস্য রাষ্ট্রের সংসদীয় ইউনিয়নের (পিইউআইসি) নির্বাহী কমিটির ৪৮তম বৈঠকে অংশ নিয়ে এ অনুরোধ জানিয়েছে।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার বক্তব্য দেন।
তিনি বাংলাদেশ থেকে মিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে বাংলাদেশের প্রতি সমর্থন জোরদার করার জন্য ওআইসিকে অনুরোধ করেন। পিইউআইসি সাধারণ সম্পাদকের সঙ্গে আলাপকালেও তিনি রোহিঙ্গা ইস্যু তুলে ধরেন।
বাংলাদেশ দলের অন্য দুই সদস্য হলেন আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন ও এস এম শাহজাদা।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩