রোমাঞ্চ ছড়ানো মাদ্রিদ ডার্বি রিয়ালের

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৫ মার্চ ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ণ


রোমাঞ্চ ছড়ানো মাদ্রিদ ডার্বি রিয়ালের

স্পোর্টস ডেস্ক:
সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের ঘাম ছুঁটিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। বল দখল, আক্রমণ-প্রতি আক্রমণ কিংবা গোলে শট—মাঠের লড়াইয়ে চোখে চোখ রেখে লড়েছে সফরকারীরা। জয়টাই শুধু পায়নি। ২-১ গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে মাদ্রিদ ডার্বি নিজেদের করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচটিতে কথার লড়াই চলছিল। মাঠের লড়াইও যে উত্তাপ ছড়াবে, তাও অনুমিত ছিল। শেষ তিন ম্যাচে মুখোমুখি দেখায় ড্র হয়েছিল ডার্বি। মঙ্গলবার রাতে সেই ভুল করেনি রিয়াল। ঘরের মাঠে প্রথম লেগে এগিয়ে যাওয়া পিছিয়ে পড়ার খেলায় জয়টিও তুলেছে। মার্চের ১৩ তারিখ ঘরের মাঠে এক গোলে পিছিয়ে শুরু করবে অ্যাতলেটিকো।

বার্নাব্যুতে এদিন ৫২ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল রিয়াল। গোলে রেখেছিল ১৯টি শট, যার সাতটি ছিল টার্গেটে। বিপরীতে ৮ শটের দুটি গোলমুখে রেখেছিল অ্যাতলেতিকো। দুর্দান্ত এক গোলে এদিন শুরুতেই রিয়ালকে এগিয়ে দেন রদ্রিগো। তবে অ্যাতলেতিকোকে প্রায় সমান মুন্সিয়ানায় জুলিয়ান আলভারেজ ফেরান সমতা। বিরতির পর শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্য গড়ে দেওয়া গোলটি করেন ব্রাহিম দিয়াজ।

ম্যাচের ৪ মিনিটের মাথায় ভালভার্দের দুর্দান্ত এক পাস ধরে বল জালে পাঠান রদ্রিগো। এরপর আক্রমণ প্রতি আক্রমণের ম্যাচে দুদলই ছড়ায় উত্তাপ। ৩২ মিনিটের মাথায় সমতায় ফেরে অ্যাতলেটিকো। গালানের পাস ধরে ক্ষীপ্রতার সঙ্গে কামাভিঙ্গাকে পাশ কাটিয়ে বল জালে জড়ান আলভারেজ। কুর্তোয়ার কোনো সুযোগই ছিল না বলটি ধরার। তবে বার্নাব্যুতে নাটক জমতে দেননি দিয়াজ। মেন্ডির বাড়ানো বল নিয়ে মরোক্কোয়ান লেফ্ট উইং কাঁপন ধরায় সফরকারীদের। ৫৫ মিনিটের পর ম্যাচও ওই ব্যবধানে থামে।

চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো বলেই এই জয়ে বাড়তি উচ্ছ্বাস আনচেলত্তির কন্ঠে, ‘এই ম্যাচগুলো সমানে সমান হয়। এটি চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ম্যাচ হলেও সহজেই এটি ফাইনাল বা সেমিফাইনালও হতে পারে। অ্যাতলেতিকো ইউরোপের শীর্ষ একটি দল। আর তাই তাদের বিপক্ষে প্রথম লেগে লড়াই শেষ করার ব্যাপারে চিন্তাও করতে পারবেন না।’

এই সংবাদটি পড়া হয়েছে : 986 বার