Social Bar
স্টাফ রিপোর্টার:
সান্তিয়াগো বার্নাব্যুতে টানা দুই হারের হতাশা কাটিয়ে বছরের শেষ ম্যাচে জয়ের মুখ দেখল রিয়াল মাদ্রিদ। লা লিগায় সেভিয়ার বিপক্ষে ২–০ গোলের জয় পায় লস ব্লাঙ্কোস। ম্যাচে প্রথম গোলটি করেন জুড বেলিংহ্যাম, আর শেষ মুহূর্তে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান কিলিয়ান এমবাপে।
শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে ঘরের মাঠে সেভিয়াকে আতিথ্য দেয় রিয়াল। ম্যাচটি ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। যদিও বলের দখল ও আক্রমণে সামান্য এগিয়ে ছিল স্বাগতিকরা। ৫৬ শতাংশ পজেশন নিয়ে রিয়াল নেয় ১৮টি শট, যার ৮টি ছিল লক্ষ্যে। অন্যদিকে সেভিয়া নেয় ১৪টি শট, লক্ষ্যে রাখতে পারে ৫টি।
ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। পঞ্চম মিনিটে ফ্রান গার্সিয়ার শট ঠেকিয়ে দেন সেভিয়ার গোলরক্ষক। এর পরপরই সেভিয়াও দারুণ সুযোগ পায়, কিন্তু কোর্তোয়ার সঙ্গে একান্তে পেয়েও সুযোগ নষ্ট করে তারা। বেশ কিছু আক্রমণ ব্যর্থ হওয়ার পর ৩৮ মিনিটে এগিয়ে যায় রিয়াল। রদ্রিগো গোয়েসের নিখুঁত ক্রসে হেডে গোল করেন জুড বেলিংহ্যাম।
বিরতির পর ম্যাচ আরও জমে ওঠে। দুই দলের গোলরক্ষকই একের পর এক শট ঠেকান। এমবাপের দুটি ভালো প্রচেষ্টাও রুখে যায় সেভিয়ার রক্ষণ। তবে ৬৮ মিনিটে ম্যাচের মোড় ঘুরে যায়। বেলিংহ্যামকে ফাউল করায় সেভিয়ার ডিফেন্ডার মার্কাও টেক্সেইরা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।
১০ জনের সেভিয়ার ওপর চাপ বাড়াতে থাকে রিয়াল। নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে রদ্রিগোকে ফাউল করায় পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পট কিক থেকে নির্ভুল শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপে।
এই গোলের মাধ্যমে এক পঞ্জিকাবর্ষে রিয়ালের হয়ে ৫৯ গোল করার কীর্তিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ডে ভাগ বসান ফরাসি এই তারকা। গোল করার পর রোনালদোর বিখ্যাত ‘সি…উ’ উদযাপনেও মেতে ওঠেন তিনি। চলতি লা লিগায় এটি এমবাপের ১৮তম ম্যাচে ১৮তম গোল।
এই জয়ে ১৮ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৪৩, ফলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ব্যবধান নেমে এলো মাত্র এক পয়েন্টে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩