রান উৎসবের ম্যাচে চট্টগ্রামকে জেতালেন কার্টিস ক্যাম্ফার

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৭ জানু ২০২৪, ০৫:১০ অপরাহ্ণ


রান উৎসবের ম্যাচে চট্টগ্রামকে জেতালেন কার্টিস ক্যাম্ফার

স্পোর্টস ডেস্ক:
দিনের বেলায় বিপিএলে রান হয় না, সিলেট পর্বে এসেও এমন মন্তব্য যে কেউ চাইলে করতেই পারতেন। তবে দিনের আলোর সঙ্গে রানের সেই শত্রুতা ভাঙলো শনিবার। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ১৯৩ রানের বিপরীতে ফরচুন বরিশাল নিজেদের ইনিংস টেনে নিল ১৮৩ পর্যন্ত। রান উৎসবের ম্যাচটায় চট্টগ্রাম জিতলো ১০ রানে। বিপিএলে চার ম্যাচে এটি তাদের তৃতীয় জয়।

বরিশালের অবশ্য অতটা ভাল সময় যাচ্ছে না। আজ যদিও জয়টা তারা পেতেই পারতো। তবে এদিন যেন সুপারম্যান হয়ে উঠলেন চট্টগ্রামের আইরিশ ক্রিকেটার কার্টিস ক্যাম্ফার। ব্যাট হাতে শেষদিকে ৯ বলে ২৯ করে ঝড় তুলেছিলেন। এরপর বরিশালের ব্যাটিং লাইনআপ তছনছ করেছেন। ৩ ওভারে ২০ রানে নিয়েছেন ৪ উইকেট। সঙ্গে ছিল ৩ ক্যাচ। বরিশালের ৭ উইকেটের সবখানেই অবদান ছিল তার। বন্দরনগরীর হয়ে ক্যাম্ফারের দিনটাই ছিল অনবদ্য।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার