রাজনৈতিক পরিচয়ে পুলিশে ৯০ হাজার নিয়োগ

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১০ ডিসে ২০২৪, ১২:০৪ অপরাহ্ণ


রাজনৈতিক পরিচয়ে পুলিশে ৯০ হাজার নিয়োগ

স্টাফ রিপোর্টার:
রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে গত ১৫-১৬ বছরে ৮০ হাজার থেকে ৯০ হাজার পুলিশ সদস্য নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ‘গত ১৫ বছরে যে নিয়োগ দেওয়া হয়েছে তা নানাভাবে যাচাই-বাছাই করা হয়েছে এটা জানার জন্য যে প্রার্থী কোন দলের, তার বাবা-দাদা কোন দলের লোক, তার আরো পূর্বপুরুষরা কোন দলের লোক এগুলো পর্যন্ত খবর নেওয়া হয়েছে।’

এভাবে দুই লাখ সদস্যের মধ্যে প্রায় ৮০ থেকে ৯০ হাজার জনকে নিয়োগ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা এই ৮০ থেকে ৯০ হাজার পুলিশ সদস্যকে বাড়ি চলে যেতে বলতে পারি না।

ছাত্র-জনতার আন্দোলনে ঢাকা মহানগর পুলিশ পেশাদারির বাইরে গিয়ে কাজ করেছে উল্লেখ করে এসব ঘটনায় ঢাকাসহ দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন ডিএমপি কমিশনার।
অপেশাদার আচরণের কারণে বদলি ও দোষী সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবের পর পুলিশ অনেকটা নিষ্ক্রিয় হয়ে যায়। বর্তমানে সেটি সক্রিয় করার কাজ চলছে। এ ছাড়া পুলিশ সক্রিয় না থাকলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি হতো।

অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয় জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘এখন পর্যন্ত ১২ শতাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে, আরো ৬৮৫টি অস্ত্রের খোঁজে অভিযান চলছে।’

এই সংবাদটি পড়া হয়েছে : 989 বার