রাঙ্গামাটিতে ভয়াবহ অগ্নিকান্ড, ৪ দোকান ও ২ বাস পুড়ে ছাই
২১ ডিসে ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ণ

রাঙ্গামাটি (দক্ষিণ) প্রতিনিধি :
রাঙ্গামাটি শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান ও ২টি বাস পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের বরাতে জানা গেছে, মধ্যরাত ৩টা ৪০ মিনিটের দিকে রাঙ্গামাটি শহরের পুরাতান বাসষ্টেশনের খাগড়াছড়ি বাস টার্মিনালে আগুন দেখা যায়। দোকান মালিকরা দ্রুত দোকান বন্ধ করে বের হয়ে রাস্তায় আসেন এবং চিৎকার শুরু করেন। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক ছোটন দাশ জানান, রাতের দিকে স্বাভাবিকভাবে দোকান বন্ধ করে বাসায় গেলে ভোরে ফোন পেয়ে আগুনের খবর পান। দোকানে প্রায় ৩৫টি নতুন জেনারেটর এবং কিছু সরকারি জেনারেটর ছিল।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আগুনের লেলিহান শিখা দ্রুত বৃদ্ধি পায়। স্থানীয়রা তাদের অবস্থান থেকে পানি সংগ্রহ করে আগুন নেভানোর চেষ্টা করলেও অগ্নিকাণ্ড দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সট্রাকটর মো. মুর্শিদুল ইসলাম জানান, ফার্নিচারের দোকানে কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে চারটি দোকান এবং দুইটি বাস পুড়ে যায়।
এই সংবাদটি পড়া হয়েছে : 999 বার