যে কারণে র‌্যাবের খাঁচায় আলী

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৭ ডিসে ২০২৫, ০১:৩২ অপরাহ্ণ


যে কারণে র‌্যাবের খাঁচায় আলী

স্টাফ রিপোর্টার:
সিলেটের কোম্পনীগঞ্জ থানার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আলী হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (৬ ডিসেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ ও র‌্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে নারায়নগঞ্জের সোনারগাঁও থানাধীন কাঁচপুর নয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে কোম্পানীগঞ্জের পুর্নাচ্ছগ্রামের সৈয়দুল ইসলামের ছেলে। এরপর র‌্যাব তাকে রায়নগঞ্জের সদর থানায় হস্তান্তর করা হয় জানায় র‌্যাব।

রবিবার (৭ ডিসেম্বর) সকালে র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে এসব তথ্য জানায়।

র‌্যাব জানায়, ২০১১ সালে কোম্পানিগঞ্জ থানাধীন হায়দরী বাজার সংলগ্ন শামাসি ব্রিজ এলাকায় পূর্বপরিকল্পিতভাবে ভিকটিমের ওপর সশস্ত্র হামলা চালানো হয়। এসময় অভিযুক্তরা কুড়াল দিয়ে ভিকটিমের বুকের ডান পাশে প্রাণঘাতী আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর আসামি আলী আত্মগোপনে চলে যায়।

এই সংবাদটি পড়া হয়েছে : 991 বার