যে কারণে আলভেস গ্রেফতার

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২১ জানু ২০২৩, ০২:১২ অপরাহ্ণ


যে কারণে আলভেস গ্রেফতার

স্পোর্টস ডেস্ক :
কাতার বিশ্বকাপ শেষে স্পেনের বার্সেলোনায় ছুটি কাটাতে গিয়েছিলেন দানি আলভেস। সেখানেই নৈশ ক্লাবে ঘটে যাওয়া এক অপ্রীতিকর ঘটনায় শুক্রবার স্পেনে গ্রেফতার হয়েছেন ৩৯ বছর বয়সি ব্রাজিলীয় ডিফেন্ডার।

স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় দুই মেয়াদে খেলা আলভেসের বিরুদ্ধে ২ জানুয়ারি কাতালান পুলিশের কাছে যৌন হয়রানির অভিযোগ করেন এক নারী।

অভিযোগ ছিল, ৩০ ডিসেম্বর বার্সেলোনার একটি নৈশ ক্লাবে অনুমতি ছাড়াই আলভেস তাকে স্পর্শ করেছিলেন। সেই অভিযোগ আমলে নিয়ে সাবেক বার্সেলোনা তারকার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত চলছে স্পেনে। কাল সকালে সাক্ষ্য দিতে আলভেস বার্সেলোনার থানায় যাওয়ার পর জিজ্ঞাসাবাদ শেষে তাকে আটক করে পুলিশ। শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসা আলভেসকে এখন আদালতে তোলা হবে।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1.2K বার