যেভাবে পাওয়া গেল নিখোঁজ চিকিৎসক তাহমিনাকে
৩০ নভে ২০২৫, ১২:১২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার :
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্পাস থেকে নিখোঁজ হওয়া চিকিৎসক ডা. তাহমিনা আক্তার লাভলীর (৬৬ খোঁজ পাওয়া গেছে।
শনিবার (২৯ নভেম্বর) তার উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ–কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, চিকিৎসক তাহমিনা অপহৃত হননি। নিরাপদ অবস্থায় পরিবারই তাকে খুঁজে পেয়েছে এক আত্মীয়র বাসা থেকে ।
তিনি আরও জানান, ডা. তাহমিনা শুক্রবার দুপুরে ওসমানী মেডিক্যাল কলেজ ক্যাম্পাস এলাকা থেকে নিখোঁজ হন।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার