মৌলভীবাজার র‌্যাবে যেভাবে ইয়াবা দেলোয়ার গ্রেফতার

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৫ নভে ২০২৫, ১১:২১ পূর্বাহ্ণ


মৌলভীবাজার র‌্যাবে যেভাবে ইয়াবা দেলোয়ার গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ৯ হাজার ১৪৪ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে। সোমবার (২৪ নভেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে ড়লেখা থানাধীন দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সোয়ারারতল গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় ‍পুলিশ।
গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন মৌলভীবাজারের ভোবারতল গ্রামের খলিলুর রহমানের ছেলে।

র‌্যাব জানায়, গ্রেফতার হওয়া দেলোয়ার মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে মাদক সেবীদের কাছে বিক্রয় করে আসছিলো।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে এসব তথ্য জানায় র‌্যাব।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার