মৌলভীবাজারে আওয়ামী লীগের আরও ৯ নেতাকর্মী গ্রেপ্তার
২০ ডিসে ২০২৫, ০৫:৫০ অপরাহ্ণ

শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন- ছাত্রলীগকর্মী তোফায়েল হোসেন বাবলু, ৫ নম্বর কালাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ মিয়া, মৌলভীবাজার সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সুমন আহমদ, কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আলম, কমলগঞ্জ উপজেলা শাখার আওয়ামী লীগের সদস্য মো. আমির হামজা, বড়লেখা শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের ০৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ খান, ছাত্রলীগকর্মী মো. মাহমুদ হাসান, শ্রমিক লীগ নেতা আল আমিন, যুবলীগ নেতা মো. সোহেল মিয়া।
এই সংবাদটি পড়া হয়েছে : 994 বার