স্টাফ রিপোর্টার:
ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বুধবার (৭ জানুয়ারি) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তিনি মোদির বিরুদ্ধে ‘চাপের মুখে আত্মসমর্পণ’ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ মানার অভিযোগ এনেছেন। রাহুল গান্ধী মোদির নেতৃত্বের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বের তুলনাও করেছেন।
রাহুল গান্ধী সামাজিক মাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় বলেন, মোদি ট্রাম্পের সংকেতে দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং ‘ইয়েস স্যার’ বলে তা মানেন। তিনি উল্লেখ করেন, এক সময় ১৯৭১ সালের যুদ্ধের সময় ভারত মার্কিন চাপের মুখেও আত্মসমর্পণ করেনি, যা বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনা করেছেন।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, মোদি তার সঙ্গে দেখা করতে অনুরোধ করেছিলেন। ট্রাম্প আরও উল্লেখ করেছেন, ভারত প্রচুর শুল্ক দিচ্ছে এবং রাশিয়ার তেল কেনা গুরুত্বপূর্ণভাবে কমিয়ে দিয়েছে। ট্রাম্প জানিয়েছেন, ভারতের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, যার মধ্যে ২৫ শতাংশ সরাসরি রাশিয়ার তেল কেনার শাস্তি হিসেবে।
শুল্ক আরোপের কারণে আগস্ট মাস থেকে দুই দেশের মধ্যে একাধিক দফা বাণিজ্য আলোচনা হয়েছে এবং দুই নেতা অন্তত চারবার কথা বলেছেন, তবে এখনও কোনো চূড়ান্ত বাণিজ্যচুক্তি হয়নি। ট্রাম্প আরও বলেছেন, ভারত অ্যাপাচি হেলিকপ্টার সরবরাহে বিলম্বের বিষয়টি তুলেছে এবং পাঁচ বছর ধরে এই হেলিকপ্টারগুলোর জন্য অপেক্ষা করছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩