বিনোদন ডেস্ক :
বলিউড তারকা আলিয়া ভাট ও রণবীর কাপুর দম্পতি কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন মাত্র চার মাস হলো। বিয়ের সাত মাস পরেই তাদের ঘরে আসে নতুন অতিথি।
কাপুর বংশে উত্তরাধিকার হস্তান্তরের চল রয়েছে। এই মুহূর্তে রণবীর কাপুর, কারিনা কাপুর, কারিশমা কাপুররা সেই ধারা বহন করছেন।
আর এসবের মাঝেই জোর গুঞ্জন চলছিল যে, মেয়ের ভবিষ্যতের পরিকল্পনা করেই উইল প্রস্তুত করেছেন তারকা-দম্পতি। এ বিষয়ে অবশেষে মুখ খুলেছেন রণবীর।
এক সাক্ষাৎকারে তিনি জানান, আলিয়া যখন অন্তঃসত্ত্বা ছিলেন, তখন তার ব্যক্তিগত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অভিনেতাকে পরামর্শ দেন যে, ‘বাবা হচ্ছেন উইল করিয়ে রাখতে চান?’ যা শুনে রণবীর একেবারে থতমত খেয়ে যান। কাঁপা গলায় চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে জিজ্ঞেস করেন, ‘কেন মারা যাব নাকি?’
অভিনেতা বলেছিলেন, ‘আসলে প্রথমে বিষয়টা শুনে একটু ঘাবড়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল, আমি কি মারা যাচ্ছি না কি, যে উইল করবো! উত্তরাধিকার এমন একটি জিনিস যা আপনি তখনই উপলব্ধি করবেন যখন আপনি অবসর নিতে চলেছেন। এই মুহূর্তে নিজের অবসর নিয়ে ভাবছি না। কেমন বাবা হয়ে উঠতে পারব, সেটা নিয়েই চিন্তা।
সম্প্রতি কলকাতায় নিজের ছবির প্রচারে এসেছিলেন রণবীর। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে মেয়ে রাহাকে নিয়ে। এই মুহূর্তে চার মাসের রাহার বাবা তিনি। কেমন সেই অনুভূতি?
প্রশ্নের উত্তরে রণবীর বলেন, ‘বাবা হওয়া সব থেকে সুন্দর অনুভূতি। আমি চাই সবাই এক বার অন্তত এই অনুভূতির মধ্যে দিয়ে যান। আমার মেয়ের তিন মাস বয়স। দু’সপ্তাহ হল ও হাসতে শিখেছে। ওর হাসি আমার মন গলিয়ে দেয়। কলকাতায় আসার আগে মাত্র ২০ মিনিট কাটাতে পেরেছি ওর সঙ্গে। তাতেই চাঙ্গা হয়ে গিয়েছি।’
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩